DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে পুলিশের হুমকী!

DoinikAstha
মে ২১, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে পুলিশের হুমকী!

জাভেদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা সদর থানার এক পুলিশ কনস্টেবল জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকী দিয়েছেন।
বৃহস্পতিবার(২০ মে) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার দৈনিক আস্থাকে হুমকী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলের দিকে গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডের পৌর সভার মোড়ে এ ঘটনা ঘটে।

আসিফ বলেন, বৃষ্টির মধ্যে কম গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে পৌরসভার মোড়ে ডান দিক থেকে একটি পুলিশ পিক-আপ আমার বাইকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। পরে উঠে ড্রাইভারকে জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর কথা বললে পিক-আপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবল আমার সাথে উচ্চস্বরে কথা বলে বাক-বিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তার সাথে থাকা অস্ত্র আমার দিকে তাক করে হুমকী দেয়। বিষয়টি জেনে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে আমি তাদেরকে শান্ত করি এবং আমার সিনিয়র নেতাদের বিষয়টি জানাই। সিনিয়র নেতারা পুলিশের উর্ধত্বন কতৃপক্ষের সাথে কথা বলার পরও এখন পর্যন্ত ঐ পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি।

পুলিশ পিক-আপে থাকা সদর থানার এস আই আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আমার এক কনস্টেবলের সাথে সামান্য বিষয় নিয়ে ছাত্রলীগ সভাপতি আসিফের সরকারের সাথে ভূলবোঝাবুঝি হয়। পরে ছাত্রলীগ সভাপতিকে বুঝিয়ে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।

এ ব্যাপারে গাইবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু বলেন, সামান্য বিষয় নিয়ে ছাত্রলীগ সভাপতিকে অস্ত্র প্রদর্শন করে হুমকী দেয়ার ঘটনাটি দু:জনক। এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করি।

 

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০