DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তেতুঁলিয়ায় মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেলোয়ার হোসাইন নয়ন , পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় শাহিনুর নামে মাদকাসক্ত এক ছেলেকে ধরিয়ে দিলেন তার মা সাহেরা খাতুন।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ গ্রামের মাদকাসক্ত ঐ ছেলের মা মোছাঃ সাহেরা বেগম উপজেলা প্রশাসনকে জানান, তার মাদকাসক্ত ছেলে শাহিনুর মাদক না পেয়ে বাড়ী ঘর ও আসবাবপত্র ভাংচুর করে তাকে এবং তার ছেলের স্ত্রী ও সন্তানকে মারধর করছে।

আরও পড়ুন : বিদেশে বসে গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই: ওবায়দুল কাদের

সে প্রায়শই মাদকের টাকা না পেয়ে এমন ভাংচুর ও পরিবারের লোকজনকে মারপিট করেন। খবর পেয়ে তৎক্ষনাৎ শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক রয়েল। তিনি সেখানে গিয়ে মাদকাসক্ত ব্যক্তির বাড়ীর চারপাশের বেড়া, দুটি বিছানা, টেবিলসহ একটি রান্না ঘর ভাংচুরকৃত অবস্থায় পান এবং মাদকাসক্ত শাহিনের শার্টের পকেট থেকে মাদকদ্রব্য উদ্ধার করেনন।

এছাড়াও সে তার মা ও স্ত্রীকে মারধর করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এ সময় মদকাসক্ত শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৩’শত টাকা অর্থদন্ড প্রদান করা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, স্থানীয় গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ওই ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বলেন ওই ছেলে প্রায়শই মাতাল হয়ে, মাদক কেনার টাকার জন্য তার মা ও স্ত্রী সন্তানকে মারধর করত। পরিবারের লোকজন অতিষ্ট হয়ে ওই ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪