নিউজ ডেস্ক:থাইল্যান্ডে অনুপ্রবেশের কারণে মিয়ানমারের ১৯ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে ব্যাংকক পুলিশ। এসব রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় এক থাই নারীকেও শনিবার আটক করা হয়েছে। খবর ব্যাংকক পোস্টের।
এএফপির খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ১৯ রোহিঙ্গার মধ্যে সাতজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে। দেশটির সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অনেকে আবার পার্শ্ববর্তী অন্য দেশে গেছে। কেউ কেউ এখনো যাওয়ার চেষ্টা করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।