মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল-আকসার খতিব শেইখ আকরামা সাবরি বলেছেন, দখলদার ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়া মুসলমানদের জন্য হারাম। কারণ এই সংগীতে বলা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ড, বায়তুল মুকাদ্দাস শহর ও মসজিদুল আকসা হচ্ছে ইহুদিবাদীদের।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে যারা ইসরায়েলের জাতীয় সংগীত গাইছে তারা অজ্ঞতা থেকে অথবা ইহুদিবাদে প্রভাবিত হয়ে এ কাজ করছে। কিন্তু মুসলমানেরা এই সংগীত গাইতে পারবেন না। এটা তাদের জন্য হারাম।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ঐশ্বরিয়ার নাম জড়িয়েছিল!
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিক ইসরায়েলি জাতীয় সংগীত গেয়ে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এ বিষয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে।
আর এই ভিডিও দেখার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র প্রশংসা করে বক্তব্য দিয়েছেন এবং এ ধরনের কাজে উৎসাহ যুগিয়েছেন। এরপরই শেইখ আকরামা সাবরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। তিনি ইসরায়েলি সংগীত মুখে উচ্চারণ না করতে সব মুসলমানের প্রতি আহ্বান জানান।
সূত্র : পার্সটুডে