DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ সেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফকে অব্যাহতি

Doinik Astha
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ অব্যাহতিপত্র প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরীফুল ইসলামের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো”।

এর আগে শুক্রবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় দুপক্ষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক শামীম আহমেদের ওপর হামলা করে সভাপতি শরিফুল ইসলামের অনুসারীরা। এ সময় বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে মঞ্চ ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে অডিটোরিয়াম থেকে বের হয়ে বাইরে চলে যান সাধারণ সম্পাদক শামীম ও তার অনুসারীরা। সেখানে সভাপতির উপস্থিতিতে আবারও তার ওপর হামলা করা হয়। হামলায় সাধারণ সম্পাদক শামীমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সভায় গঠনতন্ত্র-বহির্ভূত ও অনৈতিক পন্থায় সভাপতি শরিফ কর্তৃক একক স্বাক্ষরে কটিয়াদী, তাড়াইল ও কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটি অনুমোদন দেওয়ার বিষয় সাধারণ সম্পাদক তার সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সাধারণ সম্পাদক শামীমের ওপর হামলা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়হান জামান,স্টাফ রিপোটার/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।