ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আইনজীবীদের দুই পক্ষের সংর্ঘষে আহত এমপি জাকিয়া তাবাসসুম 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ১০৩১ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে আইনজীবীদের দুই পক্ষের সংর্ঘষে আহত এমপি জাকিয়া তাবাসসুম জুঁইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। শনিবার দুপুরে দিনাজপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ সময় এমপি জুঁই বলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের কয়েকজন সমর্থক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করিয়েছেন। তারা বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তাদের কক্ষে ঢুকে হত্যার চেষ্টা চালায়।
আমি তাদের বাঁচাতে ছুটে গেলে সন্ত্রাসীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি আরো বলেন, জেলা আইনজীবী সমিতির ফান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি তহবিল থেকে এক কোটি টাকা, আইনমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা ও স্থানীয় এমপির পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। সেই টাকার মধ্যে সাবেক কমিটির নেতারা প্রায় ৬০ লাখ টাকা লোপাট করেছেন।
সেই টাকার হিসাব যাওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী মোঃ সাইফুল ইসলাম, পিপি রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, কমিটির মেয়াদ বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়। ওই সময় সমিতির সাবেক কমিটির নেতারা সভাস্থলে গিয়ে আপত্তি জানিয়ে সভা বন্ধ করতে বলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

দিনাজপুরে আইনজীবীদের দুই পক্ষের সংর্ঘষে আহত এমপি জাকিয়া তাবাসসুম 

আপডেট সময় : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে আইনজীবীদের দুই পক্ষের সংর্ঘষে আহত এমপি জাকিয়া তাবাসসুম জুঁইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। শনিবার দুপুরে দিনাজপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ সময় এমপি জুঁই বলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের কয়েকজন সমর্থক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করিয়েছেন। তারা বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তাদের কক্ষে ঢুকে হত্যার চেষ্টা চালায়।
আমি তাদের বাঁচাতে ছুটে গেলে সন্ত্রাসীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি আরো বলেন, জেলা আইনজীবী সমিতির ফান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি তহবিল থেকে এক কোটি টাকা, আইনমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা ও স্থানীয় এমপির পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। সেই টাকার মধ্যে সাবেক কমিটির নেতারা প্রায় ৬০ লাখ টাকা লোপাট করেছেন।
সেই টাকার হিসাব যাওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী মোঃ সাইফুল ইসলাম, পিপি রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, কমিটির মেয়াদ বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়। ওই সময় সমিতির সাবেক কমিটির নেতারা সভাস্থলে গিয়ে আপত্তি জানিয়ে সভা বন্ধ করতে বলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।