DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

Astha Desk
মে ২২, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

 

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতি‌নি‌ধিঃ

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসু‌চির অংশ হি‌সে‌বে সোমবার (২২ মে) সকালে দিনাজপুর জেলার খানসামা পাকেরহাটে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ও মৎস্যজীবী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

এ সময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদেকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগ রাজপথে থাকলে আবু সাঈদ চাঁদ পালানোর জায়গা পাবে না ঘর থেকে বের হতে পারবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।