DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পিকআপ-বাইক সংঘর্ষ, নিহত-২

Online Incharge
আগস্ট ১৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরে পিকআপ-বাইক সংঘর্ষ, নিহত-২

 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরামহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ আগষ্ট ) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাইতর গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩), অপর জন পলাশবাড়ী উপজেলা গনকপাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাটি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, দুপুরে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক ঘোড়াঘাটের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় গুচ্ছগ্রাম এলাকায় মোটর সাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপরজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। পিকআপ ভ্যানটিসহ চালক এবং হেল্পারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৬
 • ১১:৫৩
 • ৪:১১
 • ৫:৫৬
 • ৭:০৯
 • ৫:৪৭