DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারণ সভা ও ৫ শূন্য পদের শপথ গ্রহণ

DoinikAstha
এপ্রিল ৪, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:
৪ এপ্রিল রোববার বেলা তিনটায় ভবনের নীচতলা হলরুমে জেলা আইনজীবী সমিতি দিনাজপুরের জরুরী সাধারণ সভা এবং ৫টি শূন্য পদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বৈষ্যিক করোনা পরিস্থিতিতে জরুরী স্বাস্থ্য বিধি মেনে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
৫টি শূন্য পদে সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী শপথ পাঠ করেন সহ-সভাপতি পদে এ্যাড. আবু রুশদ হাবিব, সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ সেলিম, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক এ্যাড. মোঃ মাসুদ রানা (১), নির্বাহী সদস্য এ্যাড. শ্রী নরেন চন্দ্র প্রামানিক, এ্যাড. মোঃ ওবায়দুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম (১) এর সঞ্চালনায় জরুরী সাধারণ সভায় বক্তব্য রাখেন এ্যাড. মোঃ বরকত আলী, এ্যাড. বিনয় কান্তি রায় জীবন, এ্যাড. সামসুর রহমান পারভেজ ও এ্যাড. অনিমেষ রায়।
শপথ পাঠ করান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন সিনিয়র এ্যাডভোকেট হামিদুর রহমান। ৫টি শূন্য পদে যারা দায়িত্ব পেলেন তাদেরকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
সমাপনী বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এ্যাডভোকেট এ্যাড. মাজহারুল ইসলাম সরকার বলেন, আইনজীবী সমিতির সম্মানিত কিছু সদস্য মতবিরোধের কারণে দূরে সরে রয়েছেন।
আমরা আশা করি তারা তাদের ভুল বুঝে জেলা আইনজীবী সমিতির উন্নয়নমূলক সকল কাজে সহযোগিতা প্রদান করবেন।
সভায় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]