দীঘিনালা ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত-৩
- আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জেলার দীঘিনালা উপজেলা ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ৩জন আহত হয়েছে।
আজ বুধবার ৬জানুয়ারী দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিসের পাশেই বঙ্গবন্ধু স্কোয়ারের ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ ছাত্রলীগের ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, আরোফিন রাহাত মানিক(২৪), ইমন শিকদার(২৩) ও সংবাদকর্মী নুর হোসেন(৩৫)। দৈনিক দেশ রুপান্তর এর দীঘিনালা উপজেলা সংবাদকর্মী নুর হোসেন ছবি তুলতে গেলে তাকেও মারধর করা হয়। দীঘিনালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়।
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক বলেন, উপজেলা ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ বাঁধলে আমরা বাঁধা দেই। পরে আহত অবস্থায় ৩জনকে দেখতে পাই এবং দীঘিনালা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই ।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। বর্তমান পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখন শান্ত।
















