DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন মন্দাভাব কাটিয়ে স্বরূপে ফিরছে দেশের আবাসন খাত

DoinikAstha
ফেব্রুয়ারি ৬, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

নানা সুযোগ-সুবিধা বাড়ানোয় এই খাতে মধ্যবিত্তদের আগ্রহ সৃষ্টি হয়েছে। এর ফলে নতুন ফ্ল্যাট ও প্লট কেনার আগ্রহ আগের চেয়ে বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ফ্ল্যাট আর প্লটের রেজিস্ট্রেশন খরচ কমে ১০ শতাংশ হয়েছে। সিঙ্গেল ডিজিট বা এক অঙ্ক সুদের ঋণ সুবিধাও মিলছে। এজন্য মধ্যবিত্ত ক্রেতারা এখন ফ্ল্যাট বা প্লট কিনতে চেষ্টা করছেন। এছাড়া বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ সুবিধা পাওয়ায় অনেকে ফ্ল্যাট ও প্লট কেনায় আগ্রহ প্রকাশ করছেন।

দেশের আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব দাবি করছে, করোনা মহামারি সময় ক্রেতাদের জন্য ব্যাংক ঋণের সুদ এবং রেজিস্ট্রেশন খরচ কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ হোক।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, এখন ফ্ল্যাট ও প্লট কেনায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। কারণ আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগ হচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশন খরচ কমিয়ে ১০ শতাংশ করায় এই আগ্রহ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আবাসন খাতে রেজিস্ট্রেশন সাত শতাংশ ও ব্যাংক ঋণ কমালে ক্রেতাদের আগ্রহ আরো বাড়বে। এছাড়া আবাসনের ক্রেতাদের ঋণ দিতে ব্যাংকগুলো ব্যাপক আগ্রহ রয়েছে। এই খাতে গতি ফেরায় সামগ্রিক অর্থনীতিকেও চাঙা করছে। এই খাত চাঙার ফলে আবাসন শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প খাত আর ১৮ খাতে বিভক্ত পণ্যভিত্তিক ৪৫৮টি উপখাতও চাঙা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]