DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় সুফল পাচ্ছে দেশের মানুষ: প্রধানমন্ত্রী

News Editor
সেপ্টেম্বর ২৫, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্যই দৃশ্যমান হচ্ছে উন্নয়ন এবং সুফল পাচ্ছে দেশের মানুষ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমীর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে কোনভাবেই খাদ্য সংকট দেখা না দেয়, সে লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সরকার। জাতির পিতার দেখানো পথেই সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশ এগিয়ে চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্কশিট ও প্রশংসাপত্র সংগ্রহে টাকা নেবার অভিযোগ

তিনি বলেন, ৭৫ এর ১৫ই আগষ্টের দোসররা বিভিন্ন সময় মনুষ্য সৃষ্টি দুর্যোগও তৈরি করে। যুগের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিতে কূটনীতিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১