DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে এলপি গ্যাস!

News Editor
অক্টোবর ৫, ২০২০ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সোহাগ হোসেন, দুমকি প্রতিনিধিঃ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিস’র অনুমোদন ছাড়াই পটুয়াখালীর দুমকিতে যত্রতত্র চরম ঝুকিপূর্ণ অবস্থায় বিক্রি হচ্ছে এল.পি গ্যাস (সিলিন্ডার গ্যাস)। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন পথচারীরা।

উপজেলা শহরের পিরতলা বাজার, নতুন বাজার সহ বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে, মুদি দোকান হতে শুরু করে চায়ের দোকান, লোডের দোকান, প্লাস্টিক সামগ্রী’র দোকান, ষ্টীল ও টিনের দোকান, চালের দোকান, স্যানিটারী এমনকি পান দোকানের সামনে রাস্তার পাশে এলপি গ্যাস (সিলিন্ডার গ্যাস) সারিবদ্ধ রেখে অবাধে বিক্রি হচ্ছে। এসব অধিকাংশ দোকানেরই এলপি গ্যাস বিক্রির কোন অনুমোদন নেই এবং সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করে বলে অভিযোগ।

সূত্রমতে জানা গেছে, কোন রকম নিয়ম-রীতি ছাড়াই শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে আবার কেউ অনুমোদন ও অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। আর সেই যন্ত্র না থাকায় যে কোন মূর্হুতে বড় ধরনের দূর্ঘটনা ঘটলে তার প্রতিকারও জানা নেই এসব ব্যবসায়ীদের। জনবহুল এলাকায় ঝুকিপূর্ণ ভাবেই এসব ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন রয়েছে নির্বিকার। উপজেলা শহরসহ বিভিন্ন গ্রাম গঞ্জের ছোট বড় বাজারগুলোতেও এলপি গ্যাস বিক্রি হচ্ছে। এলপি গ্যাসের চাহিদা বাসা বাড়ীতে বৃদ্ধি পাওয়ার কারণেই যত্রতত্র নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রকাশ্যে বিক্রি করছে।

আরও পড়ুনঃ দুমকিতে পল্লী বিদ্যু গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

এ বিষয় দুমকি নতুন বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম (শহিদ সরদার) বলেন, দুমকি নতুন বাজারের এলপি গ্যাস বিক্রিতা সকল দোকানদারদের লাইসেন্স করাতে বলা হয়েছে।

এ ব্যাপারে দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নির্বাহী কর্মকর্তা আল-ইমরান বলেন খুব দ্রæতই আমরা ফায়ার সার্ভিস বিভাগের সাথে আলোচনা করে এইসব অবৈধ দোকান বন্ধে পদক্ষেপ গ্রহন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০