DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে পল্লী বিদ্যু গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

News Editor
সেপ্টেম্বর ২৫, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে পল্লী বিদ্যুতের ভূতুরে বিল আদায়সহ নানা অনিয়ম-দূর্ণীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানবন্ধন করেছে গ্রামবাসীরা।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দুমকি এরিয়া অফিসের আওতাধীন কালিকাপুর-শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কে এলাকায় শতাধিক গ্রাহক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন, মো: মোস্তাফিজুর রহমান, মো: সুলতান আহমেদ, আবুল হোসেন, এসএম জিয়াউল হোসেন, রাজিব হোসেন প্রমুখ।

সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে

বক্তারা পল্লী বিদ্যুতের সংযোগের নামে অতিরিক্ত অর্থ আদায়, মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমান নির্ভর অতিরিক্ত বিল করা ও আদায়সহ নানা অনিয়ম-দূর্ণীতি ও গ্রাহক হয়রানীর বর্ণনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব অনিয়ম অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়েছেন। এ ছাড়া দুমকি এরিয়া অফিসের দায়িত্বরত জুনিয়র ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহক সেবা প্রদানে শৈথল্যের অভিযোগ তুলেছেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগের পর জরুরী বিদ্যুৎ সবরাহে ইচ্ছাকৃত ভাবে এ এলাকাটিতে পরে সংযোগ দেয়ার রেওয়াজ তৈরী করেছেন। দুমকি এরিয়া অফিসের ইনচার্জ, জুনিয়র ইঞ্জিনিয়র মো: জামাল উদ্দিন এ বিষয়ে বলেন, উপজেলা শহর, হাসাপাতাল ও বিশ্ববিদ্যালয়কে অধিক গুরুত্ব দেয়া হলেও অন্যান্য সকল গ্রাহকদের সমান গুরুত্বের সাথে সেবা দেয়া হচ্ছে। আমাদের কাছে গ্রাহকরা সবাই সমান। কোন এলাকাকেই বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে না। শৈথল্যের অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, জনবল কম ও যানবাহন সংকট থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।
#

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২