ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের

News Editor
  • আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকায়। শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার নলগোড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ফুয়াদ হাওলাদার নামে ৮০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : আল্লামা মুশাহিদ বায়মপুরীর পুরনো কবর থেকে বেরোচ্ছে সুগন্ধি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার সময় পৌরসভার নলগোড়া গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা জানালা দিয়ে ওই কক্ষটির কাছে এগিয়ে যায়। কক্ষের জানালা দিয়ে ভেতরে ফুয়াদ হাওলাদারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত ফুয়াদ হাওলাদার দীর্ঘ পাঁচ মাস ধরে ওই কক্ষে ভাড়া থাকতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের

আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকায়। শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার নলগোড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ফুয়াদ হাওলাদার নামে ৮০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : আল্লামা মুশাহিদ বায়মপুরীর পুরনো কবর থেকে বেরোচ্ছে সুগন্ধি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার সময় পৌরসভার নলগোড়া গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা জানালা দিয়ে ওই কক্ষটির কাছে এগিয়ে যায়। কক্ষের জানালা দিয়ে ভেতরে ফুয়াদ হাওলাদারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত ফুয়াদ হাওলাদার দীর্ঘ পাঁচ মাস ধরে ওই কক্ষে ভাড়া থাকতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।