DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন পিছানোর তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

News Editor
অক্টোবর ১২, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : ১২ অক্টোবর  সোমবার সকাল দশটায় কাল সময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নে নির্বাচন পিছানোর নীল নকশার প্রতিবাদে তীব্র প্রতিবাদ ও একটি  মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুরজ্জামান খান।
বক্তারা বলেন,  ৮নং সদর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের সর্বমোট ২৮টি ঘর-বাড়ি বসতি ভিটা ব্রক্ষপুত্র নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ওইসব পরিবার’রা স্থানীয় ভাবে তিলকপুর গ্রামেই ঘর-বাড়ি তোলে বসবাস  করে আসছে। কিন্তু এই ব্রক্ষপুত্র নদীর ভাঙ্গনকে পুঁজি করে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হক ও ইউপি সদস্য’রা মিলে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড দুটি পুরোটাই ব্রক্ষপুত্র নদীর গর্ভে বিলীনের ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করছে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হক ও ইউপি সদস্য’রাসহ ও একটি কুচক্রী মহল নদী ভাঙ্গনের ওই ভুয়া তথ্য দিয়ে সীমানা জটিলতা দেখিয়ে মামলা-মোকদ্দমা করে নির্ধারিত সময়ে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন পিছানোর পায়তারা করছে।
মানববন্ধনে সঞ্চালনা ছিলেন  দেওয়ানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল মাস্টার বক্তব্য রাখেন, সাবেক  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মালেকুর জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নুরে আলম সিদ্দিকী,সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আকবর সহ আরো অনেকেই।
আগামী নির্বাচন যাতে পিছানো না হয় সঠিক টাইমে যদি নির্বাচন হয় এনিয়ে এ মানববন্ধন করেন ইউনিয়ন বাসী মানববন্ধনে প্রায় হাজারেরও বেশি জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪