বোরহানউদ্দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে ডাংধরা ইউনিয়নের টোক মাথায় ২২ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ২০০ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে।
তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর গ্রামের শামসুল হকের ছেলে রুবেল (২৫) ও কারখানা পাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে নুরুন্নবী (৩১)। সানন্দবাড়ী পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের টোক মাথায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রুবেল ও নুর নবী দুজনের দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ হাজার টাকা,। তাদের দু’জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।