দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুরের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- আপডেট সময় : ০৪:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১১০৫ বার পড়া হয়েছে
১০ জানুয়ারী রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এদিন সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েলের পরিচালনার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়দ আবু আহাম্মেদ সাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মিঠু, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিবুল ইসলাম যুবরাজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রীতু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগের আহ্বায়ক মাফুজুর রহমান মাফুজ ও যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার।
















