DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ঈগল প্রতীকের প্রার্থী আজাদকে নিয়ে কটুক্তি, রোশন আলী মাস্টারকে শোকজ

Habibur Rahman Monna
জানুয়ারি ৪, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লার দেবিদ্বারে ঈগল প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে নিয়ে কটুক্তির অভিযোগে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে শোকজ করা হয়েছে। 

বৃহস্পতিবার কুমিল্লা-৪ (দেবিদ্বার ) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. ইমাম হাসান এ শোকজ নোটিশ দেন। এতে উল্লেখ করা হয়, উক্ত আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেছেন, গত ২৫ ডিসেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে প্রচারণার সময় তাকে (আবুল কালাম আজাদ) টাউট-বাটপার ও ইয়াবা ব্যবসায়ী বলেছেন। তাছাড়াও তার শিক্ষাপ্রতিষ্ঠানে (নোয়াখালীর সুবর্ণচরে অবস্থিত) ইয়াবা ব্যবসা হয় এবং অবৈধ অস্ত্র মজুদ রাখা হয় বলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। যার ভিডিও ক্লিপসহ তিনি দাখিল করেছেন। ভিডিওটি সত্য হয়ে থাকলে তা হবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইতোপূর্বেও একই বিষয়ে আপনাকে কারণ দর্শানো হয়। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে কেন সুপারিশ করা হবে না, তা আগামী ৬ জানুয়ারি জেলা যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে অভিযুক্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি আদালতে যথা সময়ে ব্যাখ্যা দেবেন বলে জানান।

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩