DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Online Incharge
মে ৮, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

 

কুমিল্লা প্রতিনিধিঃ

দৈনিক কুমিল্লার কাগজের দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাঈয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃৃদয়, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, এখন টিভির স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো: কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের বু্্যরো রিপোর্টার আবুল খায়ের, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ইনডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার আবদুল জলিল ভুইয়া, আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, এস.এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ভোরের পাতার কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, দীলিপ মজুমদার, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দৈনিক মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, শেয়ার বিচের মনির হোসেন, দৈনিক আমার সংবাদের কুমিল্লা প্রতিনিধি, জহিরুল ইসলাম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দৈনিক সবুজ বাংলাদেশ এর কুমিল্লা প্রতিনিধি শরীফ সুমন,দৈনিক আস্হার কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, নতুন কাগজের মাঈনুল হক, একুশে সংবাদের জুয়েল, অন নিউজের জহিরুল হক বাবু, দৈনিক কুমিল্লার কাগজের ফেরদৌস মাহমুদ মিঠু ও সজিব, দৈনিক সমাজ কন্ঠের মোতালেব হোসেন প্রমুখ।

 

আরো পড়ুন :  বেগমগঞ্জে ব্যবসায়ীর গলা কেটে হত্যা

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিসহ জড়িতদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের দাবি করেন।

 

এর আগে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় একটি মারামারি ঘটনায় আহতদের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে সাংবাদিক শাহীন আলম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে শাহীন আলমের উপর হামলা চালায়। পরে তাকে বাহিরে নিয়ে মারধর করে মারাত্মক আহত করে।

 

এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মোঃ পারভেজ ও মোঃ মহসিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এজাহানামীয় কোন আসামিকে আটক করতে পারেনি।

 

এ বিষয়ে সাংবাদিক শাহীন আলম জানান, আসামী পক্ষের লোকজন মামলা মীমাংসা করতে তাকে চাপ দিয়ে যাচ্ছে। সে নিরাপত্তা হীনতায় রয়েছে বলেও জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৯
  • ৮:১৫
  • ৫:১০