DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

News Editor
অক্টোবর ৭, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী কালাম ওরফে আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।মঙ্গলবার রাত ১২টায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১(৩০) ধারায় মামলা করেছেন, যার মামলা নং-১০, তারিখ ০৬-১০-২০২০।

মামলার আসামিরা হলেন- একলাসপুরের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার ও তার সহযোগী আবুল কালাম ওরফে কালাম।

গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও গ্রেফতার ২

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রসিদ চৌধুরী বলেন, আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দেলোয়ার নারী নির্যাতন মামলা থেকে গ্রেফতার এড়াতে গিয়ে নারায়ণগঞ্জে র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে বর্তমানে তিন দিনের রিমান্ডে সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে। তবে কালাম এখনও পলাতক।

থানায় করা মামলায় উল্লেখ করা হয়, আসামি দেলোয়ার ও কালাম গত বছরের ২২ অক্টোবর বাদী ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক দেলোয়ার তাকে ধর্ষণ করে। এর পর এ বছরের ৭ এপ্রিল পুনরায় দেলোয়ার ও কালাম তাকে ঘর থেকে তুলে পার্শ্ববর্তী খালে থাকা নৌকায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে দেলোয়ার ও কালাম তাকে ধর্ষণ করে নৌকা থেকে পাড়ে তুলে দেয়।

এ সময় হুমকি দিয়ে বলে– এ কথা কাউকে বা পুলিশকে বললে জীবন শেষ করে মরদেহ মাটিতে পুঁতে ফেলবে। তাই ধর্ষিতা কাউকে কিছুই বলেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬