দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে কাটছে ঈদ
- আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১০৩১ বার পড়া হয়েছে
দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে কাটছে ঈদ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যাদবপুর – ফুলবাড়িয়া ঈদগাহ ময়দানে আজ (২২ এপ্রিল) শনিবার সকাল ৭:১০ এ এলাকার সকল মুসলিমপ্রান মানুষেরা ঈদের নামাজ আদায় করেছেন।
এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামাতে নামাজ আদায় করতে আসেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কোলাকুলি করেন। নিজেদের মধ্যে কুশাল বিনিময় শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। একে অপরকে ডেকে নিয়ে বাড়িতে যান মিষ্টি মুখ করার জন্য। তাছাড়াও ঈদের বাজারে ছোট ছোট ছেলে-মেয়েদের খেলনা ও খাবারের বাজনা ধরা দেখা যায়। ঈদ মানেই আনন্দ সেটা আজকের এই দিনেই বুঝতে পারা যায়।
মুসল্লি রওশান শেখ বলেন, প্রতিবছরই সকাল ৭:১০ টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া খারাপ থাকলে সময়ের একটু হেরফের হয়। আমরা ঈদের নামাজ শেষে একে অপরের মধ্যে কুশল বিনিময় করি। একই সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়। দেবীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম রুহুল আমিন ঈদের নামাজ সম্পন্ন করেছেন।