DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষ বিএনপি-আওয়ামীলীগের ওপর অসন্তুষ্ট-চুন্নু

Online Incharge
মে ১৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের মানুষ বিএনপি-আওয়ামীলীগের ওপর অসন্তুষ্ট-চুন্নু

 

কুমিল্লা প্রতিনিধিঃ

দেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের ওপর অসন্তুষ্ট। মানুষ মন থেকে দুটি দলকে চায় না। আমরা আগামী নির্বাচনে মানুষের প্রত্যাশা অনুসারে এ দু দলের বাইরে জাতীয়পাটিকে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে চাই। আজ শনিবার কুমিল্লার টাউনহল মিলনায়তনে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে, জাতীয় পার্টির মহাসচিব এ্যাড. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

 

মহাসচিব আরও বলেন, আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। বিগত নির্বাচনে বিএনপিকে সাপোর্ট না করে আওয়ামী লীগকে সাপোর্ট করেছি। তারা বলেছে তাদেরকে সাপোর্ট করলে তারা সুশাসন কায়েম করবে, দুর্নীতি বন্ধ করবে, মানুষের কল্যাণ করবে, লুটপাট করবে না। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি। এই দুটি দল লুটপাট করেছে দুঃশাসন করেছে। এ থেকে মানুষ মুক্তি চায়।

মহানগর জাপার আহবায়ক ও বিরোধী দলীয় হুইপ অধ‌্যক্ষ রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে সম্মেলনে
প্রধান বক্তা হিসাবে বক্তব‌্য রাখেন, জাপার প্রেসিডিয়াম সদস‌্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব এ্যাড. রেজাউল করিম ভূঁইয়া।

 

বিশেষ বক্তা ছিলেন, জাপা জেলার সভাপতি এয়ার আহমেদ সেলিম।

 

বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‌্য ও জেলা জাপার সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন, জাপা কেন্দ্রীয় সদস‌্য ও জেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর কবির মজুমদার, লুৎফুর রহমান খোকন, সাবেক এমপি আমির হোসেন ভূইয়া মহানগর জাপার সদস‌্য সচিব ক‌াজী মোঃ নাজমুল প্রমূখ।

 

পরে সম্মেলনে অধ্যক্ষ রোশনারা মান্নান এমপিকে সভাপতি ও মাহবুবুল আলম সেলিম’কে সিনিয়র সহ-সভাপতি, হাজী মোঃ নাজমুল’কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৭
 • ১২:০০
 • ৪:৩৫
 • ৬:৪৬
 • ৮:১১
 • ৫:১০