DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেশ ছাড়লেন সাকিব

DoinikAstha
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃ

মা শিরিন রেজাকে নিয়ে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমালেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা।

সোমবার ভোরে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন চোটে পড়েন সাকিব। দ্বিতীয় টেস্টেও নামতে পারেননি মাঠে। চিকিৎসকরা জানায় ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন তিনি।

চোট পাওয়ায় এবং তৃতীয় সন্তানের আগমনের আগে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে ছুটি চান সাকিব। ছুটি মঞ্জুর হলে দলের সঙ্গে নিউজিল্যান্ড না গিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

এদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল পেয়েছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। আবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাকে।

টি-টোয়েন্টির জমজমাট আয়োজনে অংশ নিতে শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টেস্ট সিরিজেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

 

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।