DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দফায় গড়ালো মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন

Astha Desk
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় দফায় গড়ালো মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নির্বাচনে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা ৫০ শতাংশ ভোট না পাওয়ায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

গত শনিবার সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোটগণনা করা শুরু হয়। নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা মোহাম্মদ মুইজু সরকারদলীয় প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহর চেয়ে এগিয়ে রয়েছেন। সলিহ পেয়েছেন ৩৯ দশমিক ৭১ শতাংশ ভোট, মোহাম্মদ মুইজু পেয়েছেন ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট। তবে কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো।

এবারের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রেসিডেন্ট প্রার্থীর সংখ্যা ৮ জন। ২০০৮ সালে দেশটিতে বহুদলীয় ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করলো। সূত্র-আল জাজিরা

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]