DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দ্রব‌্যমূল‌্য উর্দ্ধগ‌তির প্রতিবা‌দে দামুড়হুদায় ‌বিএন‌পির মানববন্ধন

DoinikAstha
জানুয়ারি ৭, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি: দ্রব‌্যমূল‌্য উর্দ্ধগ‌তির প্রতিবা‌দে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় ‌বিএন‌পির মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ (৭ জানুয়া‌রি) বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে সা‌ড়ে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ব‌্যাপী দামুড়হুদা উপ‌জেলা বিএন‌পির আ‌য়োজ‌নে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে উপ‌জেলার ৮ ইউ‌নিয়ন থে‌কে বিএন‌পি, যুবদল, স্বেচ্ছা‌সেবকদল ও ছাত্রদ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত হয়।
দ্রব‌্যমূ‌ল্যের উর্দ্ধগ‌তির প্রতিবা‌দে অনু‌ষ্ঠিত মানবন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন‌, দামুড়হুদা উড‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান র‌ফিকুল হাসান তনু, সহসভাপ‌তি মোক্কারম হোসেন, কামরুজ্জামান টুনু, সাংগঠ‌নিক সম্পাদক সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যার ই‌দ্রিস আলীসহ বিএন‌পি নেতা রহমান মা‌লিথা, আশরাফুল হক, যুবদল নেতা প্রফেসার আবুল হা‌শেম, আ‌রিফুল ইসলাম, উপ‌জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আফজালুল হক সবুজ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]