DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণবিরোধী ভাইরাল ছবির পেছনের গল্প

News Editor
অক্টোবর ১০, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশে প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে অনেকে বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্যও করেন। ধর্ষণের ঘটনা ও এসব আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সরব দেশের বেশিরভাগ মানুষ। ফেসবুকে ঢুঁ মারলেই তা টের পাওয়া যায়।

দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা নারী নির্যাতনের প্রতিবাদ জানাতে ‘ব্ল্যাক আউট’ আন্দোলন শুরু করেছেন। ফেসবুকের প্রোফাইল ছবি বদলে দিয়েছেন কালো রঙে। এর বাইরেও ধর্ষণের সাংকেতিক একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে মুুখ চেপে ধরা হয়েছে, ক্ষতের চিহ্নও স্পষ্ট যেন নির্যাতনের প্রতিচ্ছবি।

নির্যাতনের প্রতিচ্ছবি বহন করা সেই ছবিটি শেয়ার হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অনেকেই জানেন না এই ছবিটি কে তুলেছেন বা ছবির মডেলকে সেটাও অনেকের অজানা! জানা গেছে, ছবিটি তুলেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী ফারজানা মরিয়ম মীম। আর মডেল হয়েছিলেন তারই ছোটবোন ফারজানা জীম।

শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক গ্রুপে ছবিটি প্রথম আপলোড করা হয়। ছবি: সংগৃহীত
শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক গ্রুপে ছবিটি প্রথম আপলোড করা হয়। ছবি: সংগৃহীত

ফারজানা মরিয়ম মীম বলেন, ছবিটি ১৪ মে তোলা হয়েছে। এরপর ২৮ মে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক গ্রুপে ছবিটি আপলোড করা হয়। দেশে মানুষ ধর্ষণ নিয়ে যতই সরব হতে থাকে, এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ততই ভাইরাল হতে শুরু করে।

সম্প্রতি মনীষা নামের একজন ছবিটি স্কেচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। আর দ্রুতই ভাইরাল হয়ে যায় ছবিটি। কিন্তু ঢাকা পড়ে যায় ছবির প্রকৃত শিল্পীর নাম। ছবিটি ধর্ষণবিরোধী বিভিন্ন প্রোগ্রামে পোস্টারিংও হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬