DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে ছাত্রলীগের জড়িত থাকা নতুন নয়: ফখরুল

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের এমসি কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্ষণের ঘটনা এটা নতুন কিছু নয়। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগের চরিত্রগত স্বভাব এটা।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ধর্ষণের সংখ্যা এমনভাবে বেড়েছে অতীতে আমরা এমন কখনও দেখিনি। সব চাইতে লজ্জার কথা হলো আওয়ামী লীগের মতো একটা পুরোনো দলে যে ছাত্র সংগঠন যাদের একটা পুরানো ঐতিহ্য আছে, তাদের নেতারাই সবগুলো ঘটনার সাথে জড়িত।

অপরাধীর কোনো দল নেই,ধর্ষকদের বিচার চায় ঢাবি ছাত্রলীগ

তিনি বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ফখরুল আরও বলেন, নৈরাজ্যের কারণেই এমন সব সামাজিক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে।

ইমডেমনিটি নাটকসহ বিভিন্নভাবে জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করছে বিএনপি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯