শিরোনাম:
ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে আজ ছাত্রদলের বিক্ষোভ
News Editor
- আপডেট সময় : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৫৮ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে এবং খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) একদিনের বিক্ষোভ কর্মসূচি রয়েছে ছাত্রদলের।
ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমানর খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানান। সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।