শিরোনাম:
ধলিয়া যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধি :
ফেনী সদরের ধলিয়া ইউনিয়ন পরিষদের নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার (১৭মার্চ) সকালে ধলিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন – ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য নুরুল আলম সাবু, শেখ ফরিদ স্বপন ও এনামুল হক ভূঞা, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নুরুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক ফারুল আক্তার, সদস্য অনিল বণিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জোবায়ের শাহ রিমন, সাধারন সম্পাদক নরুল আবছার সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ছানা উল্লাহ নুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শাহাজান সিরাজ সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাধারন সম্পাদক হোসেন মোহাম্মদ ইয়ারুপ, ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম সোহেল, ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা, জয়নাল আবেদিন, কফিল মাহমুদ, আবুল বশর সবুজ, নুর নবী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হালিমা খাতুন, রুপালী পালসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে ধলিয়া ইউপি চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা শেষে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে নিয়ে কেক কাটেন।



















