ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে জাতীয় সমবায়ী পতাকা উত্তোলন করা এবং সমবায়ী মৎস্য জীবি সমিতির প্রদর্শণী উপস্থাপন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম প্রমুখ।
সবশেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।