DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বজ্রপাতে সহোদর শিশুর মৃত্যু

Online Incharge
জুন ২১, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় বজ্রপাতে সহোদর শিশুর মৃত্যু

 

আমিনুল জুয়েল/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে আপন দুইভাই (সহোদর) মারা গেছেন। আজ বুধবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা জালালাবাদ গ্রামের লাবু ফকিরের দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৪)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে দুই ভাই রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিল। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তবে হালকা বাতাস হচ্ছিল।

 

এ সময় হঠাৎ করে তাদের বাড়ির পাশে ইউক্যালিপটাস গাছে বজ্রপাতের সূত্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বজ্রপাতে সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।

 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১০
 • ১১:৫৩
 • ৩:৩৫
 • ৫:১৪
 • ৬:৩৩
 • ৬:২৭