ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ : নওগাঁর ধামইরহাট থানার পোড়ানগর এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাফি (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ধৃত রাফি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল গত সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় ধামইরহাট থানার পোড়ানগর এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাফি দীর্ঘদিন ধরে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। বেশ কয়েকদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রাখার পর তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রাফিকে থামিয়ে তার মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রাফি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নওগাঁসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। সে মাদক কারবারি একটি সক্রিয় সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে/আস্থা

ট্যাগস :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

মোঃ এ কে নোমান, নওগাঁ : নওগাঁর ধামইরহাট থানার পোড়ানগর এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাফি (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ধৃত রাফি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল গত সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় ধামইরহাট থানার পোড়ানগর এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাফি দীর্ঘদিন ধরে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। বেশ কয়েকদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রাখার পর তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রাফিকে থামিয়ে তার মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রাফি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নওগাঁসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। সে মাদক কারবারি একটি সক্রিয় সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে/আস্থা