DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ -৬ উপনির্বাচনের মাঠে সরব উপস্থিতি স্বেচ্ছাসেবক লীগে

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শরীফ হাসান দোহার, প্রতিনিধিঃ জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই ও রানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। এই সরব প্রচারণায় সক্রিয় উপস্থিতি দিয়ে নির্বাচনে তদারকি করছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবু।

আগামী ১৭ অক্টোবর -২০২০ খ্রিঃ রোজ শনিবার জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই ও রানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের নৌকা মার্কার সমর্থনে ১৩ অক্টোবর, মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন, অগ্রগতি তথা মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্থ অসহায় কর্মহীন মানুষকে সেবা প্রদান করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আগামী ১৭ অক্টোবর ২০২০ তারিখ শনিবার জননেত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালকে নৌকা মার্কায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান।

আরও পড়ুনঃ নওগাঁয় বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নেমে গেলেই বাঁধ মেরামত শুরু

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উন্নয়নের চলমান গতিও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল কে নৌকা মার্কায় বিজয়ী করার আহবান জানান।

আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ার হক,এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ইশতিয়াক আহমেদ লীন, আবু জাফর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন রাকিব, রানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ রানীনগর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪