ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

নতুন করে বাড়ছে কৃষি মার্কেটের আগুনের তীব্রতা

Astha DESK
  • আপডেট সময় : ১০:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

নতুন করে বাড়ছে কৃষি মার্কেটের আগুনের তীব্রতা

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কৃষি মার্কেটের আগুনের তীব্রতা নতুন করে আবার বাড়ছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তীব্রতা আরও বাড়তে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যুক্ত আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

আগুনের লেলিহান শিখায় আগেই অনেক ব্যবসায়ীর দোকানের মালামালের পাশাপাশি
জুয়েলারি ও পোশাকের দোকান, সবজি ও মাছ-মাংসের দোকান, জুতার দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত পৌনে ৪ টার দিকে আগুন লাগে এবং ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেডের বেশী অংশ পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়।

ট্যাগস :

নতুন করে বাড়ছে কৃষি মার্কেটের আগুনের তীব্রতা

আপডেট সময় : ১০:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

নতুন করে বাড়ছে কৃষি মার্কেটের আগুনের তীব্রতা

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কৃষি মার্কেটের আগুনের তীব্রতা নতুন করে আবার বাড়ছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তীব্রতা আরও বাড়তে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যুক্ত আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

আগুনের লেলিহান শিখায় আগেই অনেক ব্যবসায়ীর দোকানের মালামালের পাশাপাশি
জুয়েলারি ও পোশাকের দোকান, সবজি ও মাছ-মাংসের দোকান, জুতার দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত পৌনে ৪ টার দিকে আগুন লাগে এবং ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেডের বেশী অংশ পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়।