সান্তোসের একাডেমিতে আলো ছড়ানো রবিনহো এক সময় পরিচিত হয়েছিলেন ‘নতুন পেলে’ নামে। নেইমারের আবির্ভাবের আগ পর্যন্ত একাডেমির বিংশ শতাব্দীর সেরা প্রতিভা ভাবা হতো তাকে। সেই রবিনহোর পেলে হয়ে উঠা হলনা, আদালতের রায় অনুযায়ী সে একজন ধর্ষক।
অসামান্য প্রতিভার অধিকারী রবিনহো ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে এসেছিলেন। ৩ বছর পরেই ম্যানচেস্টার সিটিতে চলে যান। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছেন। সেই সময়ই এক নারকীয় কাণ্ড ঘটিয়েছিলেন মিলানের এক নৈশক্লাবে। আলবেনিয়ান বংশোদ্ভূত ২৩ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল রবিনহোর বিরুদ্ধে। ২০১৭ সালে সেটির রায়ে ৯ বছর জেলের সাজা হয়েছিল তার।
মামলার রায় হওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে নিজ দেশ ব্রাজিলে আছেন রবিনহো। তবে ইতালিতে না গিয়ে জেল থেকে বাঁচলেও বাঁচাতে পারেননি নিজের সম্মান। এমনকি খেলতে পারছেন না ফুটবলটাও।
কিছুদিন আগেই শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন। প্রিয় ক্লাবকে সাহায্য করাই তাঁর লক্ষ্য ছিল। যে কারণে একদম সর্বনিম্ন বেতনের চুক্তি করেছিলেন তিনি। কিন্তু প্রিয় ক্লাবের সঙ্গে রবিনহোর এই মধুর মিলনে বাধা হয়ে দাঁড়ালো তার কালো অতীত। ধর্ষণকাণ্ডের জের ধরে রবিনহোর সঙ্গে চুক্তি বাতিল করেছে সান্তোস।
যদিও বারবার নিজেকে নিরপরাধ দাবি করে এসেছেন রবিনহো। গায়ে লেগে থাকা এই কালি মুছতে আপিল করেছিলেন মিলান কোর্টে। সেটির রায় হয়েছে বৃহস্পতিবার। শাস্তি একটুও কমাননি মিলানের কোর্ট।
রবিনহোর বয়স এখন ৩৬ বছর। এই পরিস্থিতিতে ব্রাজিল তারকার ফুটবল ক্যারিয়ার প্রায় শেষেই হয়ে গেছে বলা যায়!
আরো পড়ুন
চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি
কে বলে ফুটবলে দর্শক হয় না?বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল
নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা
ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর
রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না
ব্রাজিল দলে চোট পাওয়া নেইমার, সমালোচনায় পিএসজি
আরো পড়ুন
কে বলে ফুটবলে দর্শক হয় না?বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল
নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা
ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর
রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না
ব্রাজিল দলে চোট পাওয়া নেইমার, সমালোচনায় পিএসজি