নবাবগঞ্জে লিমনকে হত্যার চেষ্টার চার আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে নুরনগর ব্রিজের ওপর গত রোববার (৩০/৪/২৩) সন্ধ্যায় মোঃ লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করে স্থানীয় দুর্বৃত্তরা। পরেদিন লিমনের বাবা মোঃ ফারুক হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় শরীফসহ বেশ কয়েকজনে বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে নবাবগঞ্জ থানা পুলিশ তদন্ত করে অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো শেখ তালেব আলী ছেলে মোঃ শরীফ(২৮), মৃত ফজলুর রহমানের ছেলে আওয়াল (৩৮)। উভয়েই নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের বাসিন্দা। অন্য দুইজন দোহার থানার নিকড়া এলাকার মৃত শেখ ফরহাদের ছেলে আরাফাত ইসলাম রাকিব (২০) এবং দোহার থানার কাঁচারীঘাট এলাকার হান্নানের ছেলে আল আমিন (২০)।
আজ রবিবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সকল তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম।
প্রেস ব্রিফিং এ আরো বলা হয়, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি,একটি ধারালো চাপাতি ও একটি অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।