নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় আগুন
- আপডেট সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানায় নব-নির্মিতব্য ভবনের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নব-নির্মিতব্য ভবনের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে যায়। এ সময় সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে লেলিহান শিখা প্রায় ৪০/৫০ ফুট উপড়ে উঠে যায়। এতে আশপাশের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসা ছেড়ে চলে যান। ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে পলাশ সার কারখানার জেনারেল ম্যানেজার (জিএম প্রশাসন) মো. আশরাফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে প্রকল্প সংশ্লিষ্টরা কারখানায় আসেন। এই প্রকল্পে চীনা কোম্পানি কাজ করছে। প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক ঢাকা থাকায় তার মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।
নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান,পলাশ ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে এসে জানতে পারি কারখানার ভেতরে নব-নির্মিতব্য ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করতে গিয়ে কারখানার গ্যাসের পাইপ লাইনে আঘাত পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিতাস গ্যাস কোম্পানির লোকজন ঘটনাস্থলে এসেছে।

















