DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

DoinikAstha
জুলাই ১৯, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

নলছিটিতে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ‘সামাজিক ও মানবিক কাজে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্নসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদপুর,মোল্লারহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন,সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক মো.সাইদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান আরিফ, পৌর কমিটির প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, সুবিদপুর ইউনিয়ন শাখার আহবায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার, সদস্য সচিব ফয়সাল খান, যুগ্ম আহবায়ক সঞ্জীব দাস মাস্টার,সদস্য মাহাবুব রহমান , রিপন কুমার, শাহাদাত খান উপস্থিত ছিলেন।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের উদ্যোগে পৌরসভা সহ উপজেলার ইউনিয়ন গুলোতে বৃক্ষ রোপণ করা শুরু করেছি। এছাড়াও হতদরিদ্র ১০০ পরিবারকে সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।