DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৭শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২৭শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নানা নাটকীয়তার পর বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

Doinik Astha
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নাটকীয়তার ম্যাচে বাংলাদেশ-ভারতকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছেন ম্যাচ কমিশনার। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই হয়। টানটান উত্তেজনাকর ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকার হয়।

টাইব্রেকারেও ছিল নাটকীয়তায় ভরপুর। টাইব্রেকার ১১-১১ গোলে খেলা অমীমাংসিত থাকে। তারপর শুরু হয় নাটক। ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু এ ম্যাচের শ্রীলংকান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন। সেই টসের ভাগ্য-পরীক্ষায় জিতেই ভারত শিরোপা জয়ের উৎসব শুরু করে।

কিন্তু টসের পরে বাংলাদেশ দল প্রতিবাদ জানায়। বাংলাদেশের যুক্তি ছিল টসটা দ্রুত হয়ে গেছে। এ নিয়ে প্রতিবাদও চলতে থাকে। কিন্তু নাটক নতুন মোড় নেয় ম্যাচ কমিশনার নিজের ‘ভুল’ শোধরাতে যাওয়ায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) মিডিয়া বিভাগ জানিয়েছে, ম্যাচ রেফারি টস করে ভুল করেছেন। সেই ভুলটা শুধরে তিনি টাইব্রেকারের সাডেন ডেথ নতুন করে শুরু করতে চেয়েছেন। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে চলে যায়।

ভারত অবশ্য এরপর পরিস্থিতি বুঝে ফিরে আসে। ভারত ফিরে আসার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের খেলাটি শুরু হয়। খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল।

মাত্র ৮ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পান শিবানী দেবী। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এসে বলের নাগাল পাননি। শিবানী বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে গোল নিশ্চিত করে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। খেলার একেবারে শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে গোল করে দলকে সমতায় ফেরান সাগরিকা।

ফাইনালের আগে আরও একবার ভারতের সঙ্গে দেখা হয় বাংলাদেশের। সেই ম্যাচেও একেবারে অন্তিমমুহূর্তে গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে জয় উপহার দেন সাগরিকা। আজও সেই সাগরিকার গোলে খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। এরপর টাইব্রেকার, তারপর হয় নাটক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২