DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা তোফা আহম্মেদকে ডোপ টেস্টের নির্দেশ

News Editor
অক্টোবর ২২, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক তোফা আহম্মেদের মাদক সেবনের ছবি সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এমতাবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে ডোপ টেস্ট করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। একই সঙ্গে তার বাবা মায়ের লিখিত দরখাস্ত কমিটির দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালেবানকে লক্ষ্য করে মসজিদে আফগান বাহিনীর বিমান হামলা

বিজ্ঞপ্তিতে বলা হয়- তোফা আহম্মেদের ডোপ টেস্ট ও বাবা মায়ের লিখিত দরখাস্ত জমা দিতে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টির সমাধান কিংবা প্রমাণ না হওয়া পর্যন্ত তোফা আহম্মেদকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ডোপ টেস্টসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পরেই বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বলেও বলা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ দেশ রূপান্তরকে জানান, ছাত্রলীগের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন জননেতা একেএম শামীম ওসমান ও অয়ন ওসমান। সেই লক্ষ্যেই ছাত্রলীগ কাজ করছে। কারও ব্যক্তিগত কোন কিছুর দায় ছাত্রলীগ নেবে না। কেউ যদি অপরাধ করে, আর তা যদি প্রমানিত হয় ছাত্রলীগ অবশ্যই ব্যবস্থা নিবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০