শিরোনাম:
নারিনকে ফেরালেন উনাদকড়
News Editor
- আপডেট সময় : ০৮:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১০৪৫ বার পড়া হয়েছে
রাজস্থানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কলকাতা শিবিরে ধাক্কা।
ম্যাচের ২.৫ ওভারে জয়দেব উনাদকড়ের বলে সুনীল নারিনের ক্যাচ ফেললেন প্রাক্তন নাইট রবিন উত্থাপ্পা। সেই উনাদকড়ই বোল্ড করলেন নারিনকে।
আরও পড়ুনঃ টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠাল রাজস্থান
কলকাতার আসল তারকা আন্দ্রে রাসেল। দুটো ম্যাচে রাসেলের ব্যাট চলেনি। আজ তাঁর দিকে তাকিয়ে কলকাতা ভক্তরা।
সর্বশেষ, ৮ ওভারের খেলা শেষে কলকাতার সংগ্রহ রান ১ উইকেটে ৩৬ রান। ক্রিজে রয়েছেন শুভমন গিল ও নীতীশ রাণা।