দেলোয়ার হোসেন, ফেনী প্রতিনিধি
সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১০অক্টোবর) সকালে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধনে ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মো.শাহাদাত হোসেন,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী বন্ধুসভার উপদেষ্ঠা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মো.জহিরুল ইসলাম,অমিত মজুমদার, সহ-সভাপতি বিজয় নাথ, আবু সুফিয়ান সবুজ,সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মোনায়েন হোসেন নোবেল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মনিকা রায়,তৌহিদুল ইসলাম মোল্লা, তাহমিনা আক্তার সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তোলা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।