নাসিরনগরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬০ বার পড়া হয়েছে
নাসিরনগরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে ট্রাকের চাপা পড়ে মোঃ রাসেল মিয়া (৮) নামে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত দুই বছর যাবৎ টেকপাড়া গ্রামের মাটির ইটভাটার জন্য পরিবহন করার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সোমবার সকালে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ বিল্লাল মিয়ার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোঃ রাসেল মিয়া নামে এক মাদ্রাসার শিক্ষার্থী মারা যায়। পরে নাসিরনগর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
[irp]


















