নিউজিল্যান্ডে হোটেলে আগুনে নিহত-৬
আস্থা ডেস্কঃ
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে আগুন লেগে অন্তত ছয়জন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। তবে এখনো অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ওয়েলিংটন পুলিশ জানিয়েছে, তারা হোস্টেল ভবনের ভেতরে প্রবেশ না করা পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানাতে পারছে না। কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিক পাইট এই অগ্নিকাণ্ডকে ‘ভয়াবহ দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, হোস্টেলের আশপাশের বাসিন্দাদের ধোঁয়াজনিত শ্বাসকষ্ট থেকে বাঁচতে মুখ ঢেকে রাখতে এবং ঘরের জানালা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
সূত্র-বিবিসি।