উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বলে খবর পাওয়া যায়। বুধবার (৭ অক্টোবর) রাত সোয়া ১১টায় কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তবে কে বা কারা, কী কারণে আগুণ লাগিয়েছে তা এখনো নিশ্চিত নন বলে জানান তিনি।
গত কয়েক দিন ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছে। এ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
কিন্তু আগুন লাগার এ ঘটনাটিও রোহিঙ্গাদের এ সংঘাত-সংঘর্ষের অংশ কিনা তাও নিশ্চিত করতে পারেনি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।
রফিকুল বলেন, বুধবার রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে আগুণ লাগার খবরে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। পরে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তবে কে বা কারা, কী কারণে আগুণ লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
রফিকুল জানান, আগুণ লাগার ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।
এদিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে আগুন লাগার খবরটি শুনেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।