নিরাপত্তাহীনতায় ভুগছে তৈরি পোশাক খাত-মোফাজ্জল হোসেন
- আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১০৬০ বার পড়া হয়েছে
নিরাপত্তাহীনতায় ভুগছে তৈরি পোশাক খাত-মোফাজ্জল হোসেন
স্টাফ রিপোর্টারঃ
গত এক বছরে ১শ ৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে। সংকট সমাধান করতে পারলে এই খাত থেকে ২০২৭ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। কিন্তু এই খাতে সংকট যেন কাটছেই না।
আজ রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল।
রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি অভিযোগ করেছেন, জ্বালানি সংকট, রাজস্বখাতে আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে এখনও বড় বাধা। সংকটের কারণে গত এক বছরে ১৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে। টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মোফাজ্জল হোসেন পাভেল বলেন, আমাদের কাস্টমারের যে ব্র্যান্ডগুলো, সেগুলোর বড় একটা কনসার্ন কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে। কারখানা খুলতেছে, কোন সময়ে আবার বন্ধ হয়ে যাবে, কোন এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোন এরিয়াতে প্রবলেম হচ্ছে। এতে যেটা হচ্ছে তাদের একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীরা এখনও প্রস্তুত নয় জানিয়ে উদ্যোক্তারা বলেন, এখন উত্তরণ হলে তা সামগ্রিক খাতের জন্য আত্মঘাতী হবে। ২০৩০ সাল পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত করার দাবি তাদের। গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি ৫ শতাংশ কমেছে।
মোফাজ্জল হোসেন পাভেল আরও বলেন, আমরা একসাথে বসি, সবাই ইউনাইটেড হই তাহলে আমাদের যে দাবি, আমাদের ফেয়ার প্রাইজ সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা তখনই কাজ করবে যখন আমরা সাসটেইনেবল গ্রোথ নিয়ে কাজ করতে পারব।