DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫
ঢাকামঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না : কামরুল ইসলাম

Doinik Astha
ডিসেম্বর ৩, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাজাহানের স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এসময় কামরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে,তারা দেশকে পিছিয়ে দিতে চায়।

তিনি আরও বলেন, দেশ সকল ক্ষেত্রে এগিয়েছে এ উন্নয়ন বিএনপি জামায়াতের সহ্য হচ্ছে না। তাই তারা তারা অতীতের মতো জ্বালাও-পোড়াও করছে, সাধারণ মানুষকে মারছে এবং আগুন সন্ত্রাস করছে। তারা নির্বাচনে আসবে না কারণ তারা জনগণকে ভয় পায়।

এসময় উপস্থিত নেতাকর্মীদের নির্বাচন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না।

এসময় কামরুল ইসলাম স্থানীয় সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাজাহানের দলের তার ভূমিকার কথা স্মরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩