DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

Abdullah
আগস্ট ২৭, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে পরিণতি
ভয়াবহ হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ

শেখ হাসিনাকে মোকাবেলা করার শক্তি বিএনপির নাই । কাজেই আগুন নিয়ে খেলবেন না। ঐ হাত পুড়ে যাবে । আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে।

 

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আজ রবিবার (২৭ আগষ্ট) দুপুরে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই । আজিজ মার্কা, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না। আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

 

দেশরত্ন শেখ হাসিনা’র শান্তি সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রনেড হামলা প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১