নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে ইসি: সানাউল্লাহ

- আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৮৬ বার পড়া হয়েছে
মো. এ কে নোমান, নওগাঁ: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আগে কম ছিল, তবে বর্তমানে সেই আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি বলেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটা নিশ্চিত করা হবে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রাহক, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, “ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুন্দর, স্বচ্ছ ও বিতর্কহীন ভোটার তালিকা অপরিহার্য। এ লক্ষ্যে কমিশন এবার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। ভোটার তালিকা হালনাগাদের সময় নির্ভুল তথ্য সংগ্রহ ও প্রকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।” আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমতের বিষয়। এছাড়া বিচারিক প্রক্রিয়ার বিষয়ও রয়েছে, যদি আদালতে যায়। তবে এটি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। তফসিল ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।